চট্টগ্রামে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন একাধিক আহত ও মৃত্যুর সম্ভাবনা,আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকার ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ, বিমান ও সেনাবাহিনী, কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।সংশ্লিষ্ট সূত্রে জানা যায় চারজনের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
‘বাংলার জ্যোতি’ জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি তেলবাহী জাহাজ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বলেন, ১১টার দিকে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পরে আরো ছয়টি টিম যুক্ত হয়।জাহাজের সবাই নিরাপদে প্রস্তান করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।