সনাতন সংগঠনের পক্ষ থেকে চা শ্রমিকদের শুভেচ্ছা উপহার প্রদান।

শেরার করুন

মানবিক সংগঠন” সনাতন সংগঠনের” পক্ষ থেকে চা শ্রমিকদের শুভেচ্ছা উপহার প্রদান।প্রতি বছর ধারাবাহিকভাবে অত্র সংগঠন
অবহেলিত চা শ্রমিকদের সংগঠনের পক্ষ থেকে কিছু শুভেচ্ছা উপহার প্রদান করে থাকে।তার ধারাবাহিকতায় এ বছরও সনাতন সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র চা শ্রমিক পরিবারকে কে এই মানবিক সাহায্য দেওয়া হয়। এটি সত্যিকার ভাবে একটি মানবিক কাজ। সনাতন সংগঠন ন্যায্য ভাবে পাওনা ব্যক্তিদের হাতে এমন সহযোগিতা করতে পেরে অত্যান্ত আনন্দিত এবং গর্বিত।
প্রসঙ্গক্রমে বলতে হয় আজ থেকে ১৫ বছর পূর্বে চা শ্রমিকরা ৩ বেলা রুটি খেয়ে দিন যাপন করতো এবং কঠোর পরিশ্রম করতো তিন বেলা রুটি জোটানোর জন্যে। প্রতি শনিবার যখন রেশন দেওয়া হতো তখন বাগানের শ্রমিকরা হর্ষ ধনী দিয়ে উল্লাস করতো এই কারণে যে, ওরা এক বেলা ভাত খেতে পাবে। অর্থাৎ সপ্তাহে এক বেলা ভাত খেতে পাবে এই কারণে তাঁদের উল্লাস হতো। অনুপম ভট্টাচার্য যখন এই বক্তব্য দিচ্ছিলো তখন সামনে থাকা চা শ্রমিকের চোখে জল! এই দৃশ্য দেখে সহ্য করা খুব কঠিন হচ্ছিল। এখনো ওরা দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। একজন শ্রমিক মাসে ২০-২২ দিন কাজ করতে পারে যদি সে সুস্থ থাকে। প্রতিদিন ১৭৮ টাকা করে পায় তাহলে মাসে রোজগার হয় ৩,৯১৬ টাকা মাত্র। একজন দিন মজুরের বেতন কত? দিনে না হলেও ৮০০ টাকা। সুতরাং চা শ্রমিকরা কত অবহেলিত তা অনুধাবন হবে সবার।
প্রতিবছরের মত এবছরও সনাতন সংগঠন থেকে ফটিকছড়ির আছিয়া চা বাগানে চা শ্রিমিকদের নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। সকলের সহযোগিতাকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর জন্য সনাতন সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকের সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে।