ঋষিধামের ৫ম মোহন্ত হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন শ্রীমৎ স্বামী সচ্ছিদানন্দ পুরী মহারাজ।

শেরার করুন

ঋষিধামের ৫ম মোহন্ত হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন শ্রীমৎ স্বামী সচ্ছিদানন্দ পুরী মহারাজ।

চট্টগ্রামের বাঁশখালীস্ত ঐতিহাসিক তীর্থস্থান ঋষিধামে শ্রীমৎ স্বামী সচ্ছিদানন্দ পুরী মহারাজের অভিষেক হতে যাচ্ছে। আগামী ১৮ই অক্টোবর ২০২৪ ইং শুক্রবার সকাল ১০ টায় শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত ও আরাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজজীর অক্লান্ত প্রচেষ্টায় ও পরিশ্রমে নতুনরুপে সজ্জিত নববৃন্দাবন,বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার তীর্থস্থান,আধ্যাত্মিক প্রতিষ্ঠান ঋষিধাম। তিনি শ্রীমৎ স্বামীর সুদর্শনানন্দ পুরী মহারাজের দেখানো পথে অবিচল আস্তায় এই বৃহৎ তীর্থস্থান কে পরিচালনা করবে বলে সকলের প্রত্যাশা।
পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী অদ্ধৈতানন্দপূরী মহারাজ্জীর মানসপুত্র আরাধ্য গুরুদেব,আমাদের সকলের প্রেরনার উৎস,নয়নমনি,যার দৈহিক অনুপস্হিতি ঋষিধাম অন্ধকারচ্ছন্ন মনে হয়,
পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ ব্রহ্মলীন হওয়ায় তারই মনোনীত, স্নেহাস্পদ মানস পুত্র,শ্রীমৎ সচ্চিদানন্দ পুরী মহারাজ ঋষিধামের মোহন্ত পদে অভিষিক্ত হবেন।
শ্রী গুরু সংঘের পক্ষ থেকে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও সকলের আন্তরিক উপস্থিত একান্ত ভাবে কামনা করে।

উল্লেখ্য গত ৪/১০/২৪ ইং ঋষিধামে শহীদ নূতন চন্দ্র সিংহ অডিটোরিয়ামে শ্রীগুরু সংঘের আয়োজনে অভিষেক অনুষ্ঠান উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী প্রদীপানন্দপূরী মারাজ, শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ , শ্রীমৎ কৃপানন্দ পুরী মহারাজ,শ্রীমৎ অক্ষরানন্দপুরী মহারাজ,
শ্রীগুরু সংঘের সিনিয়র সহ-সভাপতি,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সভাপতি বাবু দেবাশীষ পালিত এর সভাপতিত্বে,সদস্য বাবু ঝুন্টু কুমার দাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীগুরু সংঘের সহ -সভাপতি চন্দন দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী চন্দ্র শেখর মল্লিক,অলক দাশ,অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ,দীপক দত্ত,ভূপাল গুহ,সুভাষ মল্লিক রায়,সিদুল পাল,প্রদীপ গুহ,সুমন চৌধুরী,ছোটন গুহ,দোলন দাশ,নগরবাঁশী শীল,উত্তম ধর,অমল দেব,ওয়াশিংটন বিশ্বাস,ডাঃ গুরুধন দাশ সহ শ্রীগুরু সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।