দীপক কুমার পালিত হিন্দু ধর্মীয় ট্রাস্ট’র ট্রাস্টি নির্বাচিত।

শেরার করুন

চট্টগ্রামের আলোকিত মানুষ বিশিষ্ট সাংগঠনিক ও রাজনৈতিক ব্যাক্তি দীপক কুমার পালিত কে আগামী তিন বছরের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর চট্টগ্রাম অঞ্চলের ট্রাস্টি নিয়োগ করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ প্রদান করা হয়। ট্রাস্টি দীপক কুমার পালিত চট্টগ্রামের সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের প্রয়াত সুবিমল পালিতের সন্তান। তিনি বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলের সাথে যুক্ত এবং বিভিন্ন ক্ষেত্রে তার অবদান প্রশংসনীয় ।তাহার ট্রাস্টি হওয়ার সুবাদে চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।